ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দেশে ফিরেই লাশ হলেন সফিক

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ০৩:০৮ পিএম


loading/img

গাজীপুরের হায়দরাবাদে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়া থেকে ফিরে সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছিলেন এ প্রবাসী।

পুলিশ জানায়, মরদের সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে জানা যায় তার নাম সফিকুল। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

বিজ্ঞাপন

সফিকুলের মরদেহর পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। এতে তার স্ত্রীর পাসপোর্টও রয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ছিনতাইকারীরা সফিকুলের সঙ্গে থাকা মালপত্র ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লাল জানান, সফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ২০০৭ সালে চাকরি নিয়ে তিনি মালয়েশিয়ায় যান। পরে সিতি হাজার বিনতি নামে এক মালয়েশীয় নারীকে তিনি বিয়ে করেন।

সফিকুলের মা রাজু বালা বেগমের বরাত দিয়ে বিল্লাল বলেন, স্ত্রীর জন্য কাগজপত্র তৈরি করতে সোমবার দেশে আসেন সফিক।

বিজ্ঞাপন

আরওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |